বহু বছর রুপালি পর্দার আড়ালে থাকার কারণে অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র দীর্ঘদিন ধরে আটকে আছে। এসব সিনেমার মধ্যে রয়েছে কাঠগড়ায় শরৎচন্দ্র, ভালোবাসার প্রজাপতিসহ আরও কিছু কাজ। নির্মাতারা আগেই জানিয়েছিলেন, পপির অনুপস্থিতিতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অবশেষে, পপি এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
পপি পাঁচ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগৎ থেকে দূরে। ২০২৫ সালের শুরুতে পারিবারিক সমস্যা নিয়ে কথা বলেন এবং নিজের বিয়ে, সন্তান ও সংসার সম্পর্কে জানান। তখন নির্মাতারা আশা করেছিলেন, পপি হয়তো আটকে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করবেন। তবে এতদিন তিনি এ বিষয়ে কিছু বলেননি।
অবশেষে ১০ সেপ্টেম্বর, নিজের জন্মদিনে এক সাক্ষাৎকারে পপি স্বীকার করেন যে, তার অনুপস্থিতির কারণে একাধিক সিনেমা থমকে গেছে।
তিনি বলেন, ‘দুটি নয়, আরও কয়েকটি ছবি আটকে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। নির্মাতারা সমস্যায় পড়েছেন, আমি জানি। কিন্তু সব সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না। ইচ্ছা থাকলেও কখনো কখনো কিছু করা সম্ভব হয় না। পরিস্থিতি বা অজান্তেই এমন দূরত্ব তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি কারও ক্ষতি করতে চাইনি। কাজগুলো অনিচ্ছাকৃতভাবেই থেমে গেছে। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ পাই, বাকি কাজগুলো শেষ করতে চাই। আর যদি তা না হয়, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। নির্মাতারা যেন আমাকে ভুল না বোঝেন এবং ক্ষমা করেন।’