বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন। নাম রাখেন ‘দুয়া’। দেখতে দেখতে এক বছর পাড়ি দিল দীপিকা-রণবীরকন্যা। মেয়ের প্রথম জন্মদিনে আদুরে উপহার দিয়েছেন অভিনেত্রী।
মেয়ের জন্মদিনে বাড়িতেই একটি কেক তৈরি করে ছোট্ট আয়োজন করেছিলেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে।
অভিনেত্রী একটি কেকের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার ভালোবাসার ভাষা? আমার মেয়ের প্রথম জন্মদিনে কেক তৈরি করাই আমার ভালোবাসা।’ পোস্টে যে চকলেট কেকের ছবি দেখতে পাওয়া গেছে, সেটিই মেয়ের জন্য নিজের হাতে তৈরি করেছিলেন অভিনেত্রী। দীপিকার এই পোস্টে কমেন্ট করে বহু মানুষ দুয়াকে নিজের ভালোবাসা জানিয়েছেন এবং জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
ফুলে ভরা কেকের ছবিতে একজন লেখেন, ‘ভীষণ ভীষণ মিষ্টি। অন্য একজন লিখেছেন, মায়ের তরফ থেকে মেয়ের জন্য এত সুন্দর উপহার আর হতে পারে না।’ তৃতীয় একজন লিখেছেন, ‘ছোট্ট দুয়ার আপনি মিষ্টি মা।’ তবে কেকের ছবি পোস্ট করলেও মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি দীপিকা পাড়ুকোন। ছোট্ট দুয়াকে দেখার জন্য ভীষণ উৎসুক ভক্তরা।
যদিও কিছুদিন আগে দীপিকার কোলে বসে থাকা একটি ছোট্ট মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। বিনা অনুমতিতে ছবি তোলায় ভীষণ রেগে গিয়েছিলেন অভিনেত্রী। তবে নায়িকার কোলে বসে থাকা ছোট্ট মেয়েটি দুয়া কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে অভিনয় করবেন রণবীর সিং। জানা গেছে, এই ছবিতে নাকি শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। অন্যদিকে দীপিকা সর্বশেষ অভিনয় করেছিলেন রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহাম এগেন’ ছবিতে।
তাছাড়া সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দীপিকা। দীপিকার ৮ ঘন্টা কাজের দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক। পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে উত্তাল হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। আগামী দিনে শাহরুখ খানের ‘কিং’ ছবিতে হয়তো দীপিকা পাড়ুকোনকে অভিনয় করতে দেখা যেতে পারে বলে গুঞ্জন ভাসছে।