রাষ্ট্রপতি‘র সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক : নির্বাচনকালীন স্বল্প সময়ের জন্য সেনা মোতায়েনে রাষ্ট্রপতি সম্মতি
- Update Time : ১২:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / ৪৪২৮ Time View
কামাল সিদ্দিকী: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মেতোয়েনেসহ সার্বিক বিষয় নিয়ে বঠৈক হয়েছে। আজ ১৭ ডিসেম্বর, রোববার বেলা ১১টায় বঙ্গভবণে রাষ্ট্রপতি-সিইসি’র এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে নির্বাচনকালীন স্বল্প সময়ের জন্য সেনা মোতায়েনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলে জানাগেছে। সুত্র জানায়, সংবিধানের ২০ অনুচ্ছেদ অনুযায়ী, কমিশন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য অনুরোধ করেছেন। রাষ্ট্রপতি বিষয়টি গভীর মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন সশস্ত্র বাহিনীর সঙ্গে আলাপ করে খুব শিঘ্রই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। প্রাথকিম ভাবে তিনি নীতিগতভাবে সামরিক বাহিনী দিতে সম্মত হয়েছেন।
উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি পিএসও ইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য ভোটের দায়িত্ব পালন করবেন।