মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সাবেক ফলাফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- Update Time : ০৭:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৪৩৯২ Time View
২০২২ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোষিত অবৈধ ফলাফল বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) কে এম বজলুল হক খান।
শনিবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্যে কে এম বজলুল হক খান বলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন জেলা পরিষদ নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ ছিলেন। তাকে নির্বাচন থেকে সরাতে হেন কাজ নেই যা তার দল এবং তিনি করেননি। স্বতন্ত্র প্রার্থীর বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট করেছে গোলাম মহিউদ্দিনের দলের দুর্বৃত্তরা। লাঞ্ছিত করেছে তাকে এবং তার পরিবারকে। নির্বাচনে কারচুপির মাধ্যমেও যখন গোলাম মহিউদ্দিন দেখলেন তিনি নির্বাচনে বিজয়ী হতে পারছেন না তখন প্রশাসন এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার দল তাকে বিজয়ী ঘোষণা করে। সব জেলাতে বিকেল ৪টার মধ্যে ফলাফল ঘোষিত হলেও মানিকগঞ্জে রাত ৮টা পর্যন্ত চলেছে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দফায় দফায় বৈঠক। স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট এবং কর্মীদের করা হয়েছে লাঞ্ছিত। এই ঘটনার পর তিনি আদালতে মামলা করেছেন, মামলাটি চলমান রয়েছে। তিনি এবং তার ভোটাররা আদালতের রায় মেনে নিতে প্রস্তুত বলে জানান বজলুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জেল সুপার ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মৌহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হেনা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক মো. শফিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান উপদেষ্টা গোলাম সারোয়ার ছানু, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম প্রমুখ।