মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান
- Update Time : ১২:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৪৩৯৩ Time View
ডিম, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হরিরামপুরে অভিযান পরিচালনা করেছে বলে ব্যবসায়ী সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঝিটকা বাজারে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বাজার সূত্রে জানা গেছে।
মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম সামসুন্নবী তুলিপ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মো. ওমর ফারুক, ছাত্র প্রতিনিধি নহিদ মনির, উপজেলা সেনেটারী অফিসার আতিউর রহমান এবং হরিরামপুর থানার পুলিশ সদস্য।
মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল দৈনিক ভোরের কাগজকে জানান, দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে জনস্বার্থে তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে।