মানিকগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
- Update Time : ১০:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৪৩৯৬ Time View
“দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
শুক্রবার(১ নভেম্বর) বেলা এগারোটায় ঘিওর উপজেলার জোকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। অত:পর যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এসময় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ মহাপরিচালক অলোকা প্রভা দে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস, ঘিওর থানার ওসি মো: রফিকুল ইসলামসহ যুব উদ্যোক্তারা।
অনুষ্ঠান থেকে যুব প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন যুব উদ্যোক্তার মাঝে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৭ টি ক্যাটাগরীতে দুই শতাধিক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করা হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।