মানিকগঞ্জের ডিআরআরএ পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যাণ্ড্রে কার্সটেন্স
- Update Time : ০১:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৪৩৯৪ Time View
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় অবস্থিত ডিসঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের(ডিআরআরএ)
আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যাণ্ড্রে কার্সটেন্স।
সোমবার (৪ নভেম্বর) সকালের দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার ডিআরআরএ-এর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ নিয়ে কাজকে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, এ ধরনের কাজ করতে আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
ডিআরআরএ ও নিকেতন ফাউন্ডেশন নেদারল্যান্ডসের অংশীদারত্বের ২৫ বছর উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা, নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন, ডিআরআরএ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন প্রমুখ।
নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন, ‘বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। তারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সেবার মান ও পরিধি বাড়াতে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পুনর্বাসন, শারীরিকভাবে প্রতিবন্ধীদের সেবা ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং টেকসই সমাধান তৈরি করার চেষ্টা করছেন তারা।’
আলোচনা শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অতিথিরা কেন্দ্রের ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি ও বিশেষ শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।