টাঙ্গাইলের ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ৪৪০৩ Time View
মোহাম্মদ ইমাম হাসান (সোহান) টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাংগাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে ধনবাড়ী উপজেলা কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা,ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ
(ওসি) মোঃ হাবীবুর রহমান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি ইউ এসও ডাক্তার ফাহমিদা লস্কর,
ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকল, পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমাদ আল ফরিদ,
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সহ সভাপতি মোহাম্মদ ইমাম হাসান সোহান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন সহ ধনবাড়ী উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ধনবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে বর্তমান সময়টায় জটিল একটা পরিস্থিতির মধ্যে অতিক্রম করতে হচ্ছে। শুধু বাংলাদেশ নয় এটা বহির্বিশ্বে দেখা যায় নির্বাচন আসলে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়। অনুষ্ঠানে আনসার বাহিনীর সদস্যরা নির্বাচন কালীন সময়ে পুলিশের সাথে সমন্বয় করে উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট থাকবে জানানো হয় । ফায়ার সার্ভিসের সদস্য এই তাপদাহে সতর্ক এবং প্রস্তুত রয়েছে জানানো হয় । ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জোড় দেওয়া হয় । ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল এর বিশেষ দৃষ্টি আকর্ষণে ধনবাড়ীতে মাদক নির্মূলে বিশেষ গুরুত্ব দেওয়া হয় । নির্বাচন কালীন সময়ে ধনবাড়ীতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করে অন্ধকার দূর করে আলোর ব্যবস্থা করা হলে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে বলে অভিমত ব্যক্ত করা হয় । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান নির্বাচন কালীন সময়ে প্রতি ইউনিয়নের জন্য পুলিশের পর্যাপ্ত টহল গাড়ি প্রস্তুত রাখা হবে। এছাড়া আইনশৃঙ্খলা জনিত যেকোন সমস্যা মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, যেহেতু ধনবাড়ী উপজেলা একটা শান্তির জায়গা সেহেতু অন্য কারো দ্বারা যাতে আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে আরও সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে। এসময় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।