চারঘাটে গ্যাস সিলিন্ডার দিয়ে রেল লাইনে দুর্বৃত্তদের আগুন নাশকতা
- Update Time : ১২:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৪৪৪৮ Time View
রাজশাহী থেকে ওবায়দুল ইসলাম রবি : বিএনপি’র ২য় দফায় ২দিনের ডাকা অবোরধে রাজশাহীর চারঘাট উপজেলায় রেল লাইনে দুর্বৃত্তদের আগুন নাশকতার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির ২দিনের অবরোধে প্রথম দিনে উপজেলার শলূয়া ইউনিয়নর চামটা গ্রামের এলাকাধীন রেল লাইনে ওই নাশকতা ঘটায় দূর্বৃত্তরা। আইন শৃঙ্খলা বাহিনী ঝুকিপূর্ন এলাকায় নিরাপত্তায় রয়েছে।
স্থানীয় সূত্র মতে, রবিবার দিবাগত রাত অনুমান ২.৪৫টার সময় অজ্ঞতনামা মুখোশধারী দূর্বৃত্তরা রেল বিজ্রের স্লিপারের নিচে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে অবোরধ কার্যকর করার চেষ্টা চালায়। ওই সময় লাশকতা লক্ষ্য করে স্থানীয়দের সহযোগিতার জন্য কর্তব্যরত রেল নিরাপত্তা প্রহরী চিৎকার করে। পরে স্থানীয়রা এসে আগুন নিভানোর চেষ্টা করে।
চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান পত্রিকার প্রতিনিধিকে জানান, ঘটনার খবর পেয়ে থানার সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে সারাশি অভিযান পরিচালনা করেছেন। অজ্ঞাতনামা দূর্বৃত্তরা ৩৮ নং রেলব্রিজের ৫টি স্লিপার আগুনে পুড়িয়ে ফেলেছে। তবে থানা পুলিশ অভিযুক্তদের আটকের জোড়দার প্রচেষ্টা করে যাচ্ছে এবং ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডার সরদহ স্টেশন মাস্টারের হেফাজতে রয়েছে।