আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় তিনদিনের জন্য বন্ধ
- Update Time : ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৪৩৮৭ Time View
নাব্য সংকট নিরসনে আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় শুক্রবার রাত এগারোটা থেকে রবিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
শনিবার (৯ নভেম্বর) বিকেল পর্যন্ত উভয় ঘাটে কয়েকশ ট্রাকসহ তিন শতাধিক ছোট-বড় যানবাহন নদী পাড় হওয়ার অপেক্ষায় আটকা পড়ে আছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই ফেরি চলাচল বন্ধের ঘোষণা পেয়ে অনেক যানবাহন বিকল্প পথে রওয়ানা দিতে গন্তব্যের উদ্দেশ্যে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আরিচা-কাজিরহাট রুটের ড্রেজিং ইউনিট বেশ কিছু স্থানে জরুরী ভিত্তিতে পলি অপসারণের কাজ চলমান থাকায় কমপক্ষে তিনদিন এরুটে ফেরি চলাচলা বন্ধ থাকবে।
সূত্র আরও জানায়, আরিচা পয়েন্টে যমুনার পানি দ্রুত কমতে থাকায় আরিচা-কাজিরহাট রুটে নাব্য সংকট সৃষ্টি হয়েছে। ফেরি লোড অবস্থায় চলাচল করতে অনন্ত ১০ ফুট গভীর পানির প্রয়োজন। কিন্তু প্রায় একমাস যাবৎ এ রুটের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় গভীরতা নেই।
বিআইডব্লিউটিসির ড্রেজিং ইউনিট আরিচা, চরলতিফপুর, কাজিরহাট, কল্যাণপুর, মুন্সিখোলা,ব্যাটারির চর, কৈটোলা, আউয়ালবাট, বাঘাবাড়ি, নাকালিয়া, মোহনগঞ্জ চ্যানেলের ড্রেজিং কার্যক্রম হাতে নিয়েছে। পানি কমতে থাকায় ডুবোচরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ড্রেজিং চালু থাকলেও স্রোতে চ্যানেল ভরাট হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ১ নভেম্বর রাত ৯টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এক সপ্তাহ পর একই কারণে শুক্রবার রাত এগারোটা থেকে এ রুটে তিনদিনের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। জরুরী ভিত্তিতে পলি অপসারণ ও ড্রেজিং পাইপ নিরাপদ রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘাটে অপেক্ষমান পরিবহন চালক ও শ্রমিকরা জানান, দীর্ঘ সময় ঘাট এলাকায় অপেক্ষা করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের । দ্রুত সমস্যা সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার জোর দাবি তাদের।
ট্রাক চালক সাগর জানান, শুক্রবার রাত ১২টার দিকে তিনি ফেরি ঘাটে পৌঁছেন। কিন্তু এসে জানতে পারেন আগামী তিনদিনের জন্য ফেরি চলাচর বন্ধ থাকবে। ইতোমধ্যেই অনেক গাড়ি বিকল্প সড়ক ব্যবহার করে তাদের গন্তব্যস্থলে চলে গেছে।
বিআইডব্লিউটিসি আরিচা শাখার ম্যানেজার আবু আবদুল্লাহ প্রতিবেদককে জানান, নাব্য সংকট দূরীকরণে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। চ্যানেলগুলো ফেরি চলাচলের উপযোগী করতে শুক্রবার রাত এগারোটা থেকে তিনদিনের জন্য এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। চ্যানেলগুলো পরিস্কার হলেই ফেরি চলাচলের জন্য খুলে দেয়া হবে। তবে, সময়ের বিষয়টি নিদিষ্ট করে বলা কঠিন। ইতোমধ্যেই বিআইডব্লিউটিসির পরিচালক ও বিআইডব্লিউটিএর অতিরিক্ত ইঞ্জিনিয়ারসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সমস্যা সমাধানে জোর চেষ্টা চালানো হচ্ছে।