আরিচা-কাজিরহাট নৌ-রুটে পুনরায় ফেরি চলাচল শুরু
- Update Time : ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৪৩৯২ Time View
৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার(৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পুনরায় এ রুটে ফেরি চলাচলের অনুমতি দেয় বলে ঘাট সূত্রে জানা যায়।
আরিচা বিআইডব্লিউটিসি শাখার ম্যানেজার আবু আব্দুল জানান, ‘ধানসিড়ি’ নামের একটি ফেরি পরীক্ষামূলকভাবে কাজির হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার রাত ১০টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, “যমুনা নদীর মধ্যে আরিচা চ্যানেলে বেশ কয়েকটি স্থানে ডুবচরের সৃষ্টি হয়। চরের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। এরপর সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা কাজ শেষে ফেরি চলাচলের অনুমতি দেয়।” আরিচা-কাজিরহাট নৌপথে ছোট-বড় মোট চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে।